বেসরকারি স্কুল কলেজ জাতীয়করণ সময়ের দাবি (২য় অংশ)

শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণের দাবি কি ঠিক ?কেনো শিক্ষা ব্যাবস্থাকে জাতীয়করণ করতে হবে ?আসুন প্রথমে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য যেনে নিই।আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ৯৫ ভাগ নির্ভর করে বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর ।আর ৫ ভাগ নির্ভর করে সরকারী স্কুল কলেজের উপর।অথাৎ দেশের মোট শিক্ষা ব্যবস্থার পুরাটাই মোটামুটি বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে ।আবার এটারও কোনো প্রমাণ নেই যে ডাক্তার,প্রকৌশলী,সচিব গণ শুধু সরকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পড়াশুনা করে তৈরি হচ্ছে ।বরং তারাও কোনো না কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকেই পড়াশুনা করতে হচ্ছে ।আবার বেসরকারি প্রতিষ্ঠানের সকলেকেই রাষ্ট্রের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়।যেমন পরিক্ষা নেওয়া ,খাতা দেখা,ভোট নেওয়া ইত্যাদি ।আবার সরকারী প্রতিষ্ঠানে যেইভাব পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানেও পরিক্ষার মাধ্যমেই নিয়োগ দেওয়া হয়।কিন্তু পদ্ধতি একটু ভিন্ন ।কিন্তু বর্তমানে যেভাবে নিয়োগ দেওয়া চিন্তা করা হচ্ছে তা মোটামুটি সরকারী প্রতিষ্ঠানে নিয়োগ দানের মতো ।সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কাজ যেহেতু একই সেহেতু আমাদের সকলকেই একই কাতারে নিয়ে আসা হোক।

লেখক:

তানভীর আহম্মেদ
(প্রভাষক, পদার্থবিজ্ঞান)
আবাদপুকুর মহাবিদ্যালয়,
রাণীনগর, নওগাঁ



মন্তব্য চালু নেই