বেশি করে দই খান, স্তন ক্যান্সারের ঝুঁকি এড়ান!

প্রোবায়োটিকস বা দই জাতীয় খাবার গ্রহণ স্তনের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার আনুপাতিক হার বৃদ্ধি করে। আর এটি স্তন ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ করে। নতুন এক গবেষণায় গবেষকরা এমনটি দাবি করেছেন।

গবেষণায় বলা হয়, ল্যাক্টোব্যাসিলাস ও স্ট্রেপটোকোকাস নামে দুই ধরনের ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়া নামে পরিচিত। যা স্তনের সুস্থতায় প্রভাবশালী ভূমিকা রাখে। উভয় ধরনের ব্যাকটেরিয়াতে ক্যান্সার প্রতিরোধী উপাদান রয়েছে।

কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগর রেইড বলেন, আমাদের গবেষণা বলা হয়েছে, স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে এমন নারীদের প্রোবায়োটিক ল্যাক্টোব্যাসিলি গ্রহণ করা উচিত। এতে করে স্তনে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়।

এই গবেষণার জন্য গবেষক দল স্তন ক্যান্সারে আক্রান্ত ৫৮ জন নারীর স্তনের টিস্যু সংগ্রহ করেন। পাশাপাশি স্তন হ্রাস করেছেন এমন ২৩ জনের স্বাস্থ্যবান নারীর স্তনের টিস্যু সংগ্রহ করেছেন।



মন্তব্য চালু নেই