বেলুন বিক্রি করে সংসার চালান অভিনেতা সজল

রোম্যান্টিক হিরো হিসেবে সজলের দারুণ পরিচিতি। তবে মাঝমধ্যে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেও অর্জন করেছেন প্রশংসা। কিছুদিন আগেও তিনি ‘মইষাল’ নামক একটি নাটকে মহিষের গাড়ি চালকের ভূমিকায় অভিনয় করেন। এতে তার ভিন্ন লুক সবার প্রশংসা পায়।

এবার তিনি হাজির হচ্ছেন একজন বেলুন বিক্রেতার রূপে। নাটকের নাম ‘পৌষের হিমবুকে’।

ব্যতিক্রমধর্মী নির্মাণের জন্য পরিচিত মাহমুদ দিদারের পরিচালনায় এ নাটকে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাবে সজলকে।

‘পৌষের হিমবুকে’ নাটকের গল্পে উঠে আসে গ্রামের এক শিক্ষিত যুবকের জীবন কাহিনী। যে পড়াশুনা করেও শহরে এসে পরিণত হয় একজন বেলুন বিক্রেতায়।

এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, এখন চরিত্রকে প্রাধান্য দিয়েই কাজ করছি। প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছি। এ কাজটিও আমাকে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। আশা করি ভিন্ন এই চরিত্রে দর্শকদের ভালো লাগা অর্জন করতে পারবো।

সজলের সঙ্গে নাটকটিতে আরও অভিনয় করেছেন স্বাগতা। আগামী ঈদুল ফিতরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘পৌষের হিমবুকে’।



মন্তব্য চালু নেই