বেলকুচিতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে খুশি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মাসুদ রানার স্ত্রী ও বেলকুচি পৌর এলাকার উত্তর চালা গ্রামের মৃত হায়াত আলী প্রামাণিকের মেয়ে।

নিহত খুশির বড় ভাই শামীম প্রামাণিক জানান, প্রায় ৭ বছর আগে তার বোন খুশি খাতুনের বিয়ে হয় ধুকুরিয়া বেড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মাসুদ রানার সঙ্গে। বিয়ের পর থেকেই তার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোকেরা। শনিবার বিকেলের দিকে খুশি ফোন করে জানায় তার স্বামী ও শাশুড়ি তাকে নির্যাতন চালিয়েছে। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পাই। শামীম অভিযোগ করেন, তার বোনকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদনেÍর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূর গলায় রশি পেঁচানোর দাগ রয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই