বেরোবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৬,৭ ও ৮ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এর আগে ৫ আগস্ট বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্যদের সংগঠন অটই ’র স্ট্যান্ডিং কমিটির ২৪৪ তম সভায় বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা ও আনুসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষে স্নাতক পর্যায়ে ভর্র্তি পরীক্ষার তারিখ সমন্বয় ও সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সেই সূচি অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪, ৫ ও ৬ ডিসেম্বর নির্ধারন করা হয়।



মন্তব্য চালু নেই