বেরোবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে একাডেমিক সেমিনার ও বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ¯তকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ১ম তলার গ্যালারী রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সেমিনার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর-উন-নবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূইয়া মো: মনোয়ার কবীর,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোবিন্দ চক্রবর্তী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শান্তনু মজুমদারসহ বিভাগটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

‘আন্ডারস্টান্ডিং বাংলাদেশ’ বিষয়ক অনুষ্ঠিত একাডেমিক সেমিনারে বক্তারা বাংলাদেশ বিষয়ক বিভিন্ন পরিপ্রেক্ষিত তুলে ধরেন।



মন্তব্য চালু নেই