বেরোবিতে ভর্তির ৩য় মেধা তালিকা প্রকাশ ৬ ফেব্রুয়ারি

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মঙ্গলবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তির ৩য় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ৬ ফেব্রুয়ারি। একই সাথে ২য় মেধা তালিকার অটো মাইগ্রেশন ফলাফলও প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অনুষদগুলোর অফিস সূত্রে জানা গেছে, কলা অনুষদে ১৯৫ টি আসনের বিপরীতে মোট ভর্তি হয়েছে ১৬৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৪৫ আসনের বিপরীতে ৩২৬ জন, বিজনেজ স্টাডিজ অনুষদে ২৪০ টি আসনের মধ্যে ২৩৮, বিজ্ঞান অনুষদে ২৪০ টির মধ্যে ২৩৫, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৯০ টি আসনের বিপরীতে ৮৮ এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে ১২০ টি আসনের বিপরীতে ১১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

মোট এক হাজার ২৩০ টি আসনের বিপরীতে এ পর্যন্ত ভর্তি হয়েছেন এক হাজার ১৬৪ জন শিক্ষার্থী। ৩য় মেধা তালিকায় পরবর্তী ফল প্রদান করা হবে বলে অনুষদগুলো সূত্রে জানা গেছে।

৩য় মেধা তালিকার ভর্তি সম্পন্ন হবে ১২ ফেব্রুয়ারি।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।



মন্তব্য চালু নেই