বেরোবিতে বাঁধনের তিনদিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর তিন দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়েছে।সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ বিশেষত নবাগত ৭ম ব্যাচের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলছে।

মঙ্গলবার এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্বাবদ্যালয়ের উপাচার্য ড. একে এম নূর-উন নবী।এ সময় ‘বাঁধন’এর সকল সদস্য উপস্থিত ছিলেন।

১১, ১২ ও ১৩ আগস্ট এই তিন দিন ব্যাপী সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলবে বলে জানান,সংগঠনটির সেক্রেটারি মানস রায়।

re

স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী মোট ১৩ টি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও ২৩ টি স্নাতকোত্তর কলেজ এ বাঁধন এর মোট ১০০টি ইউনিট রয়েছে ।এ সব ইউনিটের মধ্য দিয়েই ‘বাঁধন’এর সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৯ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।এর আগে দেশব্যাপী রক্ত প্রদান,রক্তের গ্রুপ নির্ণয় ,মুমূর্ষু রোগিদের বিনামূল্যে রক্ত প্রদান সহ অন্যান্য পদক্ষেপ বাস্তবায়নের লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর এর অগ্রযাত্রা শুরু হয়।



মন্তব্য চালু নেই