বেরোবিতে জাতীয় নদী অলিম্পিয়াডের উদ্বোধন

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : জানবে যদি,জাগবে নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) উদ্বোধন করা হলো জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬।

বৃহস্পতিবার সকাল ৯ টায় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর-উন-নবী।

রিভারাইন পিপল ও সমকালের সুহৃদ সমাবেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব আতাহার আলী, রিভারাইন পিপলের সিনেটর আইনজীবী লিংকন, রিভারাইন মহাসচিব শেখ খোকন, সমকালের সহকারি সম্পাদক এবং সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইদুল হক প্রমুখ।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং রংপুর অঞ্চলের রিভারাইন পিপল এর পরিচালক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে নদী বিষয়ের উপর লিখিত পরীক্ষা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এরপর প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথিসহ সকলেই অংশগ্রহণ করেন।

পরে নদী নিয়ে বিভিন্ন আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই