বেরোবিতে উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক দিবস পালিত

আজ বিশ্ব শিক্ষক দিবস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজনে সাড়ম্বরের সাথে পালিত হয়েছে এই দিবসটি। ৫ ই অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের হেয়াত মাহমুদ ভবনের ৪র্থ তলায় বিভাগটির কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।

পরে শিক্ষক দিবসের উপর আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বিভাগটির বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর সহ বিভাগের প্রভাষক মীর তামান্না ছিদ্দিকা, প্রভাষক কুন্তলাা চৌধুরী, প্রভাষক সজল রায়, প্রভাষক যারীন ইয়াছমিন চৈতী ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হুমায়ুন কবীর তার বক্তব্যে বলেন, যখন বাংলাদেশে শিক্ষকদের নিয়ে তথা শিক্ষাকে নিয়ে বিভিন্ন চক্রান্ত চলছে তখন শিক্ষক দিবসে শিক্ষককে এমন শ্রদ্ধা জানানোয় আমি কৃতজ্ঞ। বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ রায় বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড হলে শিক্ষক হচ্ছেন তাঁর কারিগর। অবিলম্বে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষনার দাবি জানান তিনি।



মন্তব্য চালু নেই