সড়ক দুর্ঘটনায় মৃত্যু

বেপরোয়া চালকের সাজা ৭ বছর বহাল

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী গাড়ি চালকদের তিনবছরের সাজার বিধান বাতিল করে আগের সাত বছরের কারাদণ্ডের বিধান রাখার পক্ষে মত দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আরো বলা হয়, ‘এ সাজা আরো বাড়ানো প্রয়োজন।’

বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ পর্যবেক্ষণমূলক আদেশ দেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী চালকদের আগে শাস্তির বিধান ছিল সাত বছর করাদণ্ড। ১৯৮৫ সালে ১০ অক্টোবর এ আইন সংশোধন করে সাজা তিন বছর করা হয়। এ বিধান বাতিল চেয়ে ২০১১ সালের ৪ জানুয়ারি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়।

পরে আদালত এ বিধান কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতেই আদালত ওই সাজা বাতিল করে সাত বছর বহাল রাখেন। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘এ সাজা আরো বাড়ানো প্রয়োজন।’



মন্তব্য চালু নেই