বেনাপোল সীমান্তে রেড অ্যালার্ট তারপরও অবৈধ পারাপারের সময় আটক ৩৩

নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামি ও তালিকাভুক্ত জঙ্গিদের গ্রেফতারের জন্য দেশের সবগুলো ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্ত পথে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। বেনাপোলের পুটখালী সীমান্তে রেড অ্যালার্ট থাকা সত্ত্বেও মানুষ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ-ভারতে যাতায়াতের চেষ্টা করছে। অতিব গোপনে নিঃশব্দে ভারত বাংলাদেশ পারাপার হচ্ছে অনেকেই। আর এরই ফলশ্র“তিতে গত বুধবার দিনে ও রাতে এই সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দু’দেশে যাতায়াতের সময় ৩৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা। ফলে তালিকাভুক্ত সন্ত্রাসীরা এমনকি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের আসামিদের অনায়াসে পালিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে এই সীমান্ত দিয়ে। সীমান্তের কড়া পাহারার পাশাপাশি কড়া নজরদারিও অনেকাংশেই প্রয়োজন। আটক ব্যক্তিরা জানান, পাসপোর্ট ও ভিসা না পেয়ে তারা অনেকে দালালের মাধ্যমে চিকিৎসা নিতে ও আত্মীয়ের বাড়ীতে বেড়ানোর জন্য ভারতে যাচ্ছিলেন। আবার কেউ কেউ ভারত থেকে ফিরছিলেন। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটককৃত ৩৩ জনকে বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিয়নের বেনাপোল পুটখালি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, বেনাপোল অনেক বড় সীমান্ত এলাকা। এ সীমান্ত দিয়ে অসংখ্য মানুষ অবৈ ধভাবে দু’দেশে যাতায়াতের চেষ্টা করে থাকে। সীমান্তে সর্বচ্চো নিরাপত্তা বহাল রয়েছে। বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে বলেই অবৈধ ভাবে যাতায়াতের সময় এদের আটক করা সম্ভব হয়েছে।



মন্তব্য চালু নেই