বেনাপোল সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

বেনাপোলের পুটখালি সীমান্তে শনিবার ভোরে শরিফ হোসেন (৩২) বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। নিহত শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ভোগলাউড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ২৩ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের কমান্ডার আলাউদ্দিন সাংাদিকদের জানান, ভোর রাতে পুটখালি চরের মাঠ সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় ওপার সীমান্তের আংগরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা নিহত গরু ব্যবসায়ীকে তাড়িয়ে ধরে। পরে তাকে পিটিয়ে হত্যা করে লাশ সীমান্ত ঘেষা চরের মাঠ এলাকায় ফেলে রেখে যায়। নিহতের সারাগায়ে নির্যাতনের চি‎হ্ন রয়েছে বলে বিজিবি জানায়। সকালে মাঠে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী বিজিবি ও পুলিশকে খবর দেয় । পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে বিজিবি জানায়। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা উৎকন্ঠা ও ভয়াবহতা বিরাজ করছে।



মন্তব্য চালু নেই