বেনাপোল সীমান্তের ওপারে ৭৬ পিস সোনার বারসহ ৩ জন আটক

জসিম উদ্দীন, বেনাপোল (যশোর) ॥ যশোরের বেনাপোল সীমান্তের বেনাপোল চেকপোষ্টের ওপারে ভারতের পেট্রাপোল চেকপোষ্ট থেকে ৭৬ পিস সোনার বারসহ ৩ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সাংবাদিকদের জানায়, শুক্রবার দুপুরে ১ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কাস্টমসে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ তাদের আটক করে ল্যাগেজ তল্লাশি চালায়। এসময় তাদের ব্যাগ থেকে ৭৬ পিস সোনার বার পাওয়া যায়। বেনাপোল চেকপোষ্টের কাস্টমসে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে বেনাপোল চেকপোষ্টের কাস্টমসে ল্যাগেজ তল্লাশি করার জন্য ২ টি স্ক্যানিং মেশিন থাকলেও সেগুলো কখনও ব্যবহার করে না কাস্টমস কর্তৃপক্ষ। ফলে অনায়াসে এদেশ থেকে পাঁচার হচ্ছে স্বর্ণসহ মূল্যবান বিভিন্ন চোরাচালান পণ্য সামগ্রী। এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, বিষয়টি যাচায়ের জন্য বেনাপোল ইমগ্রেশনের পক্ষ থেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে লোক পাঠানো হয়েছে। আটকের বিষয়টি তারা স্বীকার করেছে। তবে আটককৃতদের নাম ঠিকানাসহ বিস্তারিত তথ্য সোনা সিজার লিষ্ট করার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।



মন্তব্য চালু নেই