বেনাপোলে ৮৭৪ রঙিন কচ্ছপ উদ্ধার

ভারত থেকে সীমান্ত পথে নিয়ে আসা বিরল প্রজাতির ৮৭৪টি রঙিন কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকালে বেনাপোল সীমান্তপথে একটি কচ্ছপের চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সামসুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি শার্শা এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৭৪টি রঙিন কচ্চপ উদ্ধার করা হয়। যার দাম ২ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

রোববার দুপুরে কচ্ছপগুলো খুলনা বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য চালু নেই