বেনাপোলে ২৩৯ টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বিজিবি

বেনাপোল’র বারোপোতা সীমান্ত থেকে আজ সোমবার দুপুরে ভারত হতে পাচার হয়ে আসা ২৩৯ টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করেছে বর্ডাব গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আ: রহিম জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক বিরল প্রজাতির কচ্ছপের একটি চালান পাচার হয়ে বেনাপোল যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকা মূল্যের ২৩৯ পিচ বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ আটক করে।

এসময় পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দ করা কচ্ছপগুলো পরবর্তীতে যশোর বনবিভাগে হ¯তাšতর করা হয়েছে।



মন্তব্য চালু নেই