বেনাপোলে পাচারকালে শিশুসহ ৩২ নারী-পুরুষ আটক

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৩২ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার গভীর রাতে বেনাপোলের পুটখালি সীমান্তে তাদের আটক করা হয়। আটক ৩২ জনের মধ্যে ১৭জন পুরুষ, ৯জন নারী এবং ৬ টি শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র খুলনা ২৩ ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন জানান, দালালের মাধ্যমে নারী-শিশুসহ কয়েক জনকে ভারতে পাচার করছে এমন খবর পেয়ে টহলদল বিজিবি অভিযান চালায়। এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। এবং বৃহষ্পতিবার দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই