বেনাপোলে দুই বন্দর শ্রমিক এসিড দগ্ধ : হাসপাতালে মৃত্যুর সাথে পানজা লড়ছে

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত এসিডের ড্রাম লোডের সময় এসিড দগ্ধ হয়ে মারাত্বক ভাবে আহত হয়েছেন দুই হ্যন্ডলিং শ্রমিক। আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হযেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বেনাপোল বন্দরের ৩৮ নাম্বার ইয়ার্ডে ট্রাকে এসিডের ড্রাম উঠানোর সময় একটি ড্রাম ফেটে এই দূর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের বৃত্তিআঁচড়া গ্রামের আমানতের ছেলে ইয়াকুব আলী (৪২) ও খড়িডাঙ্গা গ্রামের মেনার ছেলে আশরাফ হোসেন। এদের মধ্যে ইয়াকুবের অবস্থা আশঙ্কা জনক। তার শরীরের অধিকাংশ স্থান এসিডে পুড়ে ঝলসে যায়।

বেনাপোল বন্দরের উপ পরিচালক আমিনুল ইসলাম জানান, আহত শ্রমিকরা বন্দরে বাংলাদেশি ট্রাকে তেজস্কীয় এসিড লোড কারার সময় ট্রাক থেকে একটি ড্রাম পড়ে ফেটে যায়। এতে ড্রামে থাকা এসিডে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বন্দর শ্রমিকরা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।



মন্তব্য চালু নেই