বেনাপোলে অস্ত্র-গার্মেন্টস মেশিন উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে অস্ত্র, ম্যাগজিন এবং গার্মেন্টস নিটিং মেশিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত ১টার দিকে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্র এবং শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতে যাওয়ার সময় গার্মেন্টস মেশিন উদ্ধার করে বিজিবি।
যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, ভারত থেকে চোরাচালানীরা দেশে অস্ত্র আনছে এমন গোপন সংবাদ পেয়ে তারা বেনাপোল সীমান্তে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে চোরাচালানীরা পালিয়ে যায়। এ সময় বোনাপোলের বারোপোতা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
সিও লে. কর্নেল জাহাঙ্গীর আলম আরও জানান, অপর অভিযানে বাংলাদেশ থেকে ভারতে নেয়ার সময় বেনাপোলের বিজিবি ক্যাম্পের সদস্যরা ১০টি গার্মেন্টস নিটিং মেশিন উদ্ধার করেছে।
যার আনুমানিক মূল্যে ৮০ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।



মন্তব্য চালু নেই