বেতন বৈষম্য: ফার্মগেটের রাস্তায় কর্মকর্তাদের অবস্থান

অষ্টম বেতনকাঠামোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এনে তা নিরসনের দাবিতে রাজধানীর ফার্মগেটের পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক ও ২৬টি বিসিএস ক্যাডারভুক্ত কয়েকশ কর্মকর্তা। এতে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

আজ বৃহস্পতিবার সকালে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির ডাকে পূর্ব ঘোষিত এ কর্মসূচির অনুযায়ী এসব কর্মকর্তারা প্রথমে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে জড়ো হন। সেখান থেকে একটি মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেন। মিছিলটি ফার্মগেটের পুলিশ বক্সের সামনে এলে পুলিশ মিছিলটি আটকে দেয়। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে এসব সরকারি কর্মকর্তা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে, আন্দোলনকারীদের মধ্যে থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে গেছেন।



মন্তব্য চালু নেই