‘বেতন বাড়াতে বলার আগে নিজেদের খরচ কম করুন’

বেতন এবং সাংসদ নিধি নিয়ে অনেক সাংসদের ঘুম উড়ে গেছে। অনেক বিজেপি সাংসদই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এসেছিলেন। কিন্তু মনে করা হচ্ছে তাঁরা কোনো আশানুরূপ ফল পাননি। উল্টে তাঁদের বুঝিয়ে সুঝিয়ে ফিরৎ পাঠানো হয়েছে। মোদীর তরফ থেকে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবি করার আগে খরচ কমানোর কথা ভাবতে হয়।

প্রসঙ্গত, গতকাল কিছু সাংসদ সংসদ পরিসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। একজন সাংসদ বলেছেন, প্রায় আড়াইশো সাংসদের সই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। দাবি সাংসদদের নিধি বাড়াতে হবে। তিনি বলেন, এখন যে নিধি পাই তাতে সম্পূর্ণ সংসদীয় এলাকার দেখাশোনা হয় না। একটি অন্য সূত্রের খবর কিছু সাংসদ তাঁদের বেতন বৃদ্ধির কথা বলতে গেলে প্রধানমন্ত্রী খরচ কমানোর পরামর্শ দেন।

এরআগে সংসদ ভবনেই কিছু সাংসদ বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে এসেছে।



মন্তব্য চালু নেই