বেগমগঞ্জে ৪’শ ৮৪পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা থেকে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৪’শ ৮৪পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের প্রধান মেজর এ জেড এম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে ও ডি এ ডি নূর হোসেনের সহযোগিতায় পৌরসভার নাজিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের বাদশা আলমের ছেলে মাহবুব আলম (৩৩), দূর্গাপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে দোলোয়ার হোসেন সাইফুল (৩৫) ও নাজিরপুর গ্রামের মুন্সি বাড়ীর ইদ্রিস মিয়ার ছেলে মুজাহিদুল ইসলাম স্বপন (৩৮)। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ডি এ ডি নূর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতরা একটি মোটরসাইকেল যোগে নাজিরপুর এলাকায় এসে ইয়াবা বিক্রির করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪’শ ৮৪পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

কোম্পানীগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক-১
এম.এ. আয়াত উল্যা, জেলা প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বেলায়েত হোসেন বেলাল নামের এক ব্যাক্তিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রাত ১২টার দিকে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বেলায়েত হোসেন বেলাল (৩৬) মুছাপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের কামলা বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ, এসআই রবিউল হক এবং সাইফ উদ্দিনের নেতৃত্বে মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাবাজারে মিলন নামের এক ব্যবসায়ীর ঘরে অভিযান চালিয়ে একটি বিদেশী ৭.৬৫এমএম পিস্তল ও ৪রাউন্ড গুলিসহ বেলালকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত বেলালের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মাদক ও অবৈধ অস্ত্রের উদ্ধারের জন্য এ অভিযান অব্যহত থাকবে।



মন্তব্য চালু নেই