আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান

বৃষ্টির মাঝে কুয়ানের শেষকৃত্যে লাখো মানুষ

মৌসুমী বৃষ্টি উপেক্ষা করেই আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ভিড় করেছে লাখো জনতা। লি কুয়ানের লাশ বহনের দৃশ্য দেখতেও রবিবার লাখ লাখ লোক রাস্তায় নেমে আসে। খবর বিবিসির।

তানজং পাগার শহরে কবরস্থ করার জন্য রবিবার সিঙ্গাপুরের জাতীয় সংসদ থেকে লি কুয়ানের লাশবাহী কফিন বের করা হয়। কফিনটি শেষবারের মতো দেখার জন্য রাস্তার দু’পাশে দাঁড়িয়েছিল প্রায় ৫ লাখ জনতা।

পারিবারিকভাবে কবরস্থ করার জন্য ৯১ বছর বয়সী এ নেতার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিতব্য শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবে প্রায় ৮ লাখ ৫০ হাজার লোক।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তাহে অন্তত ১০ লাখ লোক লি কুয়ানের শেষকৃত্যানুষ্ঠানের স্থান পরিদর্শন করেছেন।

লি কুয়ানের শেষকৃত্যানুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিঙ্গাপুর সরকার।

সিঙ্গাপুরে ব্যাপক জনপ্রিয় এই নেতার শেষকৃত্যানুষ্ঠানে দেশটির রাজনীতিকরা ছাড়াও যোগ দিচ্ছেন বিশ্বনেতাদের অনেকেই। এদের মধ্যে রয়েছেন— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট, যুক্তরাজ্যের হাউস অব কমন্সের নেতা উইলিয়াম হগ ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।



মন্তব্য চালু নেই