বৃষ্টিতে তীব্র যানজটের কবলে রাজধানীবাসী

আকস্মিক বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আর এই যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে এই বৃষ্টি শুরু হয়।

এদিন সন্ধ্যায় তীব্র ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ৩০ মিনিট যানচলাচল সীমিত ছিল। এর পরপরই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর সড়কগুলোতে। এসময় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনগুলোকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ঢাকা দক্ষিণ ও উত্তর মেট্রোপলিটন ট্র্যাফিক বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানীর বনানী, গুলশান, বাড্ডা, কুড়িল বিশ্বরোড, রামপুরা ব্রিজ, মৌচাক, মালিবাগ, মগবাজার, কাকরাইল, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশ পাশের সড়কে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল ট্র্যাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু ইউছুফ বলেন, ‘বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলছে।’

এবিষয়ে ট্রাফিক পুলিশের তেজগাঁও জোনের কনস্টেবল আলমগীর জানান, বৃষ্টির তীব্রতা কমার পর থেকেই যানবাহনের চাপ বেড়েছে। তাই যানজটও বেড়েছে।

এদিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা গেছে।



মন্তব্য চালু নেই