বুর্জ আল খলিফার চেয়ে উঁচু ভবন নির্মাণ করছে দুবাই

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফা। তবে দুবাই কর্তৃপক্ষ আগের রেকর্ড ভেঙ্গে আরো উঁচু ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে।

নতুন সর্বোচ্চ ভবনটি নির্মাণ পরিকল্পনার পেছনে রয়েছে এমার প্রোপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নতুন টাওয়ারটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু।

এমার চেয়ারম্যান মোহাম্মদ আলাব্বার জানান, এই প্রকল্পটির পেছনে খরচ হবে প্রায় ১০০ কোটি ডলার। ২০২০ সালের আগেই নগরীকে তার প্রতিষ্ঠান নতুন সুউচ্চ ভবন উপহার দিতে চায়।

তিনি জানান, এই ভবনটির নকশা করেছে স্প্যানিশ-সুইস প্রকৌশলী সান্তিয়াগো কালাত্রাভা ভালস। ভবনটিতে পর্যবেক্ষণ কেন্দ্র, ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থাকবে ।

প্রসঙ্গত, বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। এটি নির্মাণে ব্যয় হয়েছিল ১৫০ কোটি ডলার। ২০১০ সালে ভবনটি উদ্বোধন করা হয়েছিল।

এদিকে সৌদি আরব দাবি করছে, তারাই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি নির্মাণ করতে যাচ্ছে। ওই ভবনটির উচ্চতা হবে এক কিলোমিটার। আর এটি নির্মিত হচ্ছে জেদ্দা শহরে।



মন্তব্য চালু নেই