মাত্র ৯ সেকেন্ডে

বুন্দেসলিগার দ্রুততম গোল

বুরুসুয়া ডর্টমুন্ডের বুন্দেসলিগা যাত্রার শুরুটা হল তিক্ততায়। শনিবার বায়ার লেভারকুজেনের বিপক্ষে তাদের ৯ সেকেন্ডের মাথায়ই গোল হজম করতে হয়েছে। যা বুন্দেসলিগা ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ডও।
ইডুনা পার্কে লেভারকুজেনের কাছে এদিন বুরুসুয়া ডর্টমুন্ড হারে ২-০ গোলে। বায়ার লেভারকুজেনের জেতানোর কাজটা শুরু করেন করিম বেলারারি। ম্যাচের ১১ সেকেন্ডের সময় বুন্দেস লিগার ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোলটি করেন তিনি।
এই গোলের মাধ্যমেই রেকর্ডবুকে ঢুকে পড়লেন বেয়ার লেভারকুশনের বেলারারি। ম্যাচের ৯ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি (১-০)।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বায়ার্ন মিউনিখের গিওভানি এলবের। হামবুর্গের বিরুদ্ধে ১৯৯৮ সালে ম্যাচের ১১ সেকেন্ডের মাথায় গোল করেন এই ব্রাজিলীয় তারকা। এদিন কিন্তু এলবেরকে ছাপিয়ে গেলেন মিডফিল্ডার বেলারবি।
ম্যাচের অতিরিক্ত সময়ে বায়ার লেভারকুজেনের পক্ষে ‍দ্বিতীয় গোলটি করেন কেইবিলং (২-০)।



মন্তব্য চালু নেই