খুলনা ও বরিশাল বিভাগের

বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রিড়া প্রতিযোগীতা শুক্রবার

খুলনা ও বরিশাল বিভাগের বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতি প্রতিযোগিতা শুক্রবার বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা বৃদ্ধি প্রতিবন্ধী স্কুল সহ খুলনা ও বাগেরহাট বিভাগের ১৯টি স্কুলের ছাত্রছাত্রীরা উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিঞা এমপি। সুইড বাংলাদেশ বাগেরহাট শাখার সভাপতি আলহাজ্ব এড. মীর শওকত আলী বাদশা এমপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুইড বাংলাদেশের সভাপতি আলহাজ্ব জওয়াহেরুল ইসলাম মামুন, মহা সচিব মোঃ হেমায়েত উদ্দীন, বাগেরহাট জেলা প্রশাসক মু. শুকুর আলী প্রমুখ। উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কাথন্ডা, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাটি সহ ১৯ জেলার বৃদ্ধি প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করবেন। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণের লক্ষে সাতক্ষীরা বৃদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর নেতৃত্বে ২০ সদস্যেও একটি টিম আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বাগেরহাটের উদ্দেশ্য সাতক্ষীরা ছেড়ে যাবেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় বৃদ্ধি প্রতিবন্ধী স্কুলের ক্রিড়াবিদরা উক্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে। প্রতিযোগিতায় ক্রিড়াবিদরা যাতে সফলতা অর্জন করতে পাওে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।



মন্তব্য চালু নেই