বুদ্ধিমান মানুষের বন্ধু সংখ্যা কম, কেন জানেন?

আপনার বন্ধু সংখ্যা ঠিক কত? খুব কম, একেবারে হাতে গোনা নাকি অগুনতি? প্রশ্নগুলো করার একটাই কারণ, তাহল আপনার বন্ধুদের মোট সংখ্যাই বলে দেবে আপনি কতটা বুদ্ধিমান। নিশ্চই খুব অবাক হচ্ছেন, ভাবছেন এ আবার কেমন কথা! কিন্তু এমনটাই দাবি করছেন লণ্ডন স্কুল অফ ইকনমিক্স-এর এক অধ্যাপক।

ওই অধ্যাপক মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘ দিন যাবত্ গবেষণা করছেন। রীতিমতো এক্সপিরিমেন্ট করে তিনি দেখেছেন, যে সব মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাত্ যাঁরা ‘হাই ইন্টেলিজেন্স লেভেল’-এ রয়েছেন তাঁদের বন্ধুর সংখ্যা নিতান্তই কম, এমন কি অনেক সময় বন্ধু থাকেও না। এই সব মানুষেরা একা একা সময় কাটিয়েই বেশি সুখ অনুভব করে থাকেন।

অনেকেই মনে করেন, অতি মাত্রায় বুদ্ধিমান মানুষদের অন্যান্যদের প্রতি এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে। কিন্তু এটাকে তাঁদের অসামাজিক আচরন হিসাবে ব্যাখ্যা করলে ঠিক হবে না। বরং বলা যায়, যেহেতু তাঁরা সমাজে এক রকমের সংখ্যা লঘু তাই তাঁরা একটু গুটিয়েই রাখেন নিজেদের।-জিনিউজ



মন্তব্য চালু নেই