বুকের ওপর হৃদপিণ্ড!

দু বেলা তাদের খাবার জোটে না। সংসারের ঘানি টানতে টানতেই দিন চলে যায়। এরমাঝে নতুন অতিথি আগমন। অতিথি আসলেও হাসি নেই চার বছর আগে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া প্রিয়াঙ্কা পাল এবং নির্বাহী পালের মুখে।

ভারতের উত্তর প্রদেশে বাড়ি এই দম্পতির। গত বুধবার তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান। বাচ্চাটি বুকের ওপর হৃদপিণ্ড নিয়ে জন্মগ্রহণ  করে। ডাক্তাররা এটাকে বলছেন ‘ইক্টোপিয়া কোরডিস’। দুই একদিনের ভেতর অপারেশন না করা হলে, বিরল এই শিশুটিকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না বলেও শঙ্কার কথা জানিয়েছেন তারা।
এদিকে নিজেদের প্রথম সন্তানকে বাঁচাতে চোখে অন্ধকার দেখছেন হতভাগ্য গরিব পিতামাতা।

‘ডাক্তাররা বলেছেন বেসরকারি হাসপাতালে না গেলে ওকে বাঁচানো সম্ভব হবে না। সেখানে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। হাতে এক রুপিও নেই। কী যে করব বুঝতে পারছি না!’ নিজের অক্ষমতার কথা জানান ৩০ বছর বয়সী নির্বাহী পাল।

ছেলেকে বাঁচাতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন তিনি। ‘সরকার যদি সাহায্য না করে, তাহলে আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখতে পারব না। আমি সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছি’, কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন নির্বাহী পাল।



মন্তব্য চালু নেই