বিয়েতে যে ১০ ধরনের লোকদের একদমই নিমন্ত্রণ জানাবেন না

বিয়ের তারিখ ঠিক করে ফেলেছেন? এবার নিশ্চয় তালিকা তৈরির পালা? যারা যেখান থেকেই খবর পেয়ে যাচ্ছেন আপনার বিয়ের তাদের মুখেই এখন একটাই প্রশ্ন ‘নিমন্তন্ন পাব তো?’ আপনিও নিশ্চই খুবই চিন্তায় পড়েছেন৷ এখন প্লেটের যা দাম! আর তা ছাড়া বেশি লোককে খাওয়াতে গিয়ে আর খরচ আয়ত্তের মধ্যে রাখতে গিয়ে আপনার প্রিয় খাবারই না বাদ চলে যায় তালিকা থেকে৷ কিছু চেনা পরিজনকে বিয়েতে নিমন্তন্ন করলে আপনার এই ‘স্পেশাল ডে’তে বিপদ আসতে পারে, সে কথা জানেন কি আপনি? তাই একবার চোখ বুলিয়ে নিন আত্মীয়দের বাদ দিয়ে কাদের নিমন্তন্ন করবেন বিয়েতে?

১. আজকের দিনে এমন বন্ধু নিশ্চই আছে আপনার লিস্টে যাকে নেশাখোর বলেই সবাই জানে৷ নিশ্চই আপনাকে সে জিজ্ঞেস করেছে ইতিমধ্যে আপনার বিয়েতে এক বোতল বিয়ার অন্তত জুটবে কিনা৷ তাকে সবার আগে বাদ দিন আপনার নিমন্তন্ন তালিকা থেকে৷ বরং বিয়ের পরে একদিন কোথাও পছন্দের ব্র্যান্ড খাইয়ে দিন তাকে৷

২. এমন প্রতিবেশী আছে কি যে কখনওই সন্তুষ্ট হন না কারও উপহার বা ব্যবহারে? তাহলে জেনে রাখুন আপনার বিয়ের খাবার খেয়েও অন্য প্রতিবেশীর বাড়ি গিয়ে নিন্দে করবেন তিনি৷ তাকেও বাদ দেওয়াই ভালো আপনার লিস্ট থেকে৷

৩. আপনার প্রাক্তনকে কখনওই বিয়েতে ডাকার ভুলটি করবেন না৷ বিশেষত আজও যদি সে আপনাকে সম্পর্ক ভাঙার জন্য দায়ী করে কথায় কথায়৷

৪. আপলার যখন বছর পাঁচেক বয়স ছিল তখন আপনার পাশের বাড়িরই চেনা মুখ ছিল৷ তারপর দীর্ঘদিন কোনও যোগসূত্র না থাকলেও সোস্যাল নেটওয়ার্কিং এর মাধ্যবে আবার যোগাযোগ কথাবার্তা৷ এমন কোন কাকু কাকিমা জেঠু জেঠিমা বা বন্ধু আছে নাকি আপনার? তাকে নিমন্তন্ন করার আগেও ভেবে দেখুন৷ হতে পারে থখনের নিপাট ভদ্র মানুষটি এখন বাঁচতে পারেন না মদ ছাড়া৷

৫. রাজনৈতিক তার্কিকদের এসব সামাজিক আনন্দের অনুষ্ঠান থেকে একটু দুরে রাখাই ভালো৷ তবে রাজনীতির সঙ্গে যুক্ত হলেই যে যেখানে সেখানে তর্ক জুড়ে দেন সবাই তা মোটেও নয়৷ কিন্তু সব কিছুকেই রাজনৈতিক দৃষ্টিতে দেখেন যারা তাদের দূরে রাখুন আপনার এই আনন্দের অনুষ্ঠান থেকে৷ বলা যায় না আপনার হবু শ্বশুড়বাড়ির কারও সঙ্গেই হয়তো বচষা বেঁধে গেল তার!

৬. কোনও বন্ধু যে সবসময় আপনার সমস্তকিছুকে নিয়ে সমালোচোনা করেন৷ অথবা আপনার পোষাক থেকে জুতো সব নিয়েই ভ্রুকুটি করেন তাকে বিয়েতে ডাকলে পন্ড হতে পারে আপনার বিয়ের মুড৷ হয়তো আপনার সাধের বিয়ের বেনারসির রঙ নিয়েই অসন্তোষ্টি প্রকাশ করল সে!

৭. আপনাকে নকল করে যে বন্ধু তাকেও ডাকবেন না বিয়েতে৷ আপনার মতো চটি জামা না পেলে সে হিংসেয় আপনার শখের জিনিস নষ্টও করে দিতে পারেন কিন্তু!

৮. কেউ যদি আপনাকে তুলনা করেন নিজের সঙ্গে এবং সবসময় নিজেকেই বড়ো মাতব্বর মনে করেন তাহলে সাবধান তার থেকেও৷ অহংকারী কোন বন্ধু আপনার বিয়ের সমস্ত অনুষ্ঠানের শেষে বলে যেতেই পারেন এমন কিছু কথা যা মোটেও প্রীতিকর লাগবে না আপনার৷

৯. আপনার কোনও বন্ধুর যদি আপনার সঙ্গীর প্রতি গোপন ভালোলাগা থাকে কখনওই মহানুভবতা দেখিয়ে নিমন্তন্ন করবেন না তাকে৷

১০. আপনার শখের জিনিষ দিয়ে সাজানো দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের মণ্ডপকে যখন তখন লন্ডভন্ড করে দিতে পারে মুহুর্তেই এমন কাউকে না ডাকাই ভালো বিয়েতে৷



মন্তব্য চালু নেই