বিহারি ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় ৭ জন রিমান্ডে

শবে বরাতের রাতে আতশবাজি পোড়ানো নিয়ে মিরপুরে বিহারি ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন, আজাদ, আরিফ হোসেন, জুয়েল সাব্বির, নাসিম, সীমা ও ফরিদ।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার শবে বরাতের রাতে আতশবাজি পোড়ানো নিয়ে শনিবার ভোরে মিরপুরে বিহারি ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৯ জনসহ ১০ জন নিহত হয়। এ ঘটনায় পল্লবী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই