বিস্ময়কর শিশুর ১২০ গোল

ইংলিশ ফুটবলের জুনিয়র লেভেলে ঝড় তুলেছেন ছয় বছরের বিস্ময়কর এক ক্ষুদে প্রতিভা!

হ্যাঁ, ঝড়ই তো। কারণ, এক ফুটবল মৌসুমেই যে ১২০ গোল করে ফেলেছেন ছয় বছরের এক শিশু। তার নাম- ফ্রেডি শার্প। ব্রাইটন ও হোভ আলবিওনের ভক্ত এই শিশুটি ‘ডেনটন অ্যান্ড সাউদ হেইটন জুনিয়র ফুটবল ক্লাবে’র হয়ে চোখ ছানাবড়া করা এই কীর্তি গড়েছেন।

ফলে এখন ক্ষুদে প্রতিভা শার্পকে নিয়ে মুখর হয়ে উঠেছে ইংল্যান্ডের গণমাধ্যম। আর তার দিকে নজর পড়েছে বড় বড় ক্লাবের একাডেমিরও। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও এই ক্ষুদে প্রতিভার বাবাও বিষয়টি স্বীকার করেছেন। জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব বড় কোনো ক্লাবের একাডেমিতে যাচ্ছে শার্প।’

নিজের ছেলে সম্পর্কে শার্প সিনিয়র বলেন, ‘সে যেন ফুটবল পায়েই জন্ম নিয়েছে। অনেক ভালো কিছু করার সামর্থ্য আছে তার। তবে এর জন্য সবার আগে দরকার নার্সিও।’ অন্যদিকে ফ্রেডির ম্যানেজার বলেন, ‘সে দারুণ গতিশীল এক তরুণ। আমার মনে আছে সে তার ক্লাবের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিল। সেজন্য বিভিন্ন কোচদের আমি বলেছি শার্পের পক্ষে অনেক কিছু করা সম্ভব।’ সূত্র: দ্য মেট্রো।



মন্তব্য চালু নেই