বিস্ময়কর, তবে সত্যি : সাপের মতো দিনে দুবার খোলস বদল করে নুসরাত

সাপ খোলস ছাড়ে, এমনটা জেনে আসছি এবং দেখেও আসছি। কিন্তু মানুষ কখনো কি খোলস ছেড়েছে! শুনেছেন কি এমন কথা? না, এমন কোন কথা এতদিন না শুনলেও এবার এ ধরণের একটি ঘটনা ঘটেছে ব্রিটেনে। ব্রিটেনে থাকা নুসরত শাহিনকে অনেকেই বলছেন সর্প-নারী। সাপের মতোই তার দেহে কিছু লক্ষণ ধরা পড়েছে। ইনিও সাপের মতো খোলস ছাড়েন। ডাক্তার বলছেন এটা তার জটিল রোগ। চিকিৎসাবিজ্ঞানে এখনো এই রোগের প্রতিষেধক নেই। সূত্র জানায়, সাপের মতো নির্দিষ্ট সময় শেষে খোলস ত্যাগ নয়। দিনে দুবার ত্বক খসে পড়ে নুসরতের। জন্ম থেকেই এই জটিল রোগে আক্রান্ত নুসরত। চিকিৎসকরা জানিয়েছিলেন, বেশিদিন বাঁচাবেন না তিনি। ৩২ বছরের নুসরত এখন ত্বকের যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। তথ্য বলছে, খোদ ব্রিটেনে নুসরতের মতো আরো কয়েকজন এই রোগে আক্রান্ত। এদের মধ্যে ১৩ জন আপাতত বেঁচে আছেন। বিরলতম রোগ যার শরীরে প্রবেশ করে, তার ত্বক সাধারণ মানুষের তুলনায় ১০ গুণ কড়া হয়ে যায়। একসময় তা খসে পড়ে।



মন্তব্য চালু নেই