বিস্ফোরক মামলায় ফালুর জামিন

রাজধানীর বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন ফালুকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো: নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই মামলায় জামিনের ফলে মুক্তি পেতে ফালুর আর কোন বাধা রইলো না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।

তিনি বলেন, এর আগে গত ২০ এপ্রিল ফালুকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্টের একই বেঞ্চ রুল জারি করেন। আদালত আজ রুলের শুনানি শেষে ফালুর জামিন দেন।

আদালতে ফালুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এছাড়া তার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই