বিসিএস পরীক্ষা ইংরেজিতেও নেওয়ার পরিকল্পনা

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আগামী বছর থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে নেওয়ার পরিকল্পনা করেছে। চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের নেতৃত্বে পিএসসি’র ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে কমিশনের এই পরিকল্পনার কথা তাকে জানান। এ সময় কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৬ রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, পিএসসি ২০০৬ সালে ১২,৮৭৬ জন প্রার্থীকে (২ হাজার ১৭২ জনকে ক্যাডার পোস্টে এবং ১০ হাজার ৭০৪ জনকে নন ক্যাডার পোস্টে) পাবলিক সার্ভিসে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে। ২০০৯-২০১৬ সালে মোট ৪৬ হাজার ৮৭৮ জন প্রার্থীকে (২৬ হাজার ১৯৩ জনকে ক্যাডার পোস্টে এবং ২০ হাজার ৬৮৫ জনকে নন ক্যাডার পোস্টে) নিয়োগ দেয়ার সুপারিশ করে। তিনি আরো বলেন, কমিশনের তিনটি আইন বাংলায় অনুবাদ করতে ইতোমধ্যেই পদক্ষেপ নেয়া হয়েছে। সাদিক বলেন, কমিশনের আথির্ক স্বাধীনতার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র বাসস



মন্তব্য চালু নেই