বিষয় ভিত্তিক জ্ঞান চর্চার ভেতর আবদ্ধ না থাকার আহবান জানিয়েছেন ঢাবি উপাচার্য

টিপু সুলতান (রবিন)-সাভার: দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শুধু মাত্র বিষয় ভিত্তিক জ্ঞান চর্চার ভেতর আবদ্ধ না থাকার আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: আআমস আরেফীন সিদ্দিক। এসময় শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক জ্ঞান চর্চার পাশাপাশি সততা, দেশপ্রেম, সাংস্কৃতিক চর্চার আহবান জানান তিনি।

মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ার ন্যাশনাল ইনষ্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড রিসার্চ নিটারের ২০১৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
উপাচার্য এসময় দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও এর সমমানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধু মাত্র বিষয় ভিত্তিক জ্ঞানের পাশাপাশি অন্যান্য বিষয়ের চর্চার গুরুত্ত্ব তুলে ধরেন।

fhsaa

বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে এসময় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল বায়জিদ সারোয়ারসহ গন্যমান্য ব্যাক্তি এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দক্ষ টেক্সটাইল শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরী করতে ২০১১-১২ শিক্ষা বর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাভারের আশুলিয়ার নয়ারহাটে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনষ্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড রিসার্চ সংক্ষেপে নিটার।



মন্তব্য চালু নেই