বিশ্ব সংবাদমাধ্যমে ‘জঙ্গি’ নিহতের সংবাদ

গাজীপুরে ও টাঙ্গাইলে শনিবার ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ১১ ‘জঙ্গি’ নিহত হওয়ার সংবাদটি বিশ্ব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।

শনিবার গাজীপুরের হারিনালে ২ জন ও পাতারটেকে ৭ জন এবং টাঙ্গাইলে দুইজন নিহত হন।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হয়েছেন। জঙ্গিদের অবস্থান রয়েছে এমন সন্দেহে শনিবার তিনটি স্থানে অভিযান চালায় কাউন্টার-টেরোরিজম পুলিশের সদস্যরা। নিহতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিনের সদস্য।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সংবাদে বলা হয়, তিনমাস আগে বাংলাদেশের গুলশানে রেস্টুরেন্ট হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন সশস্ত্র ১১ সন্দেহভাজন জঙ্গি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, চরমপন্থীদের বিরুদ্ধে বাংলাদেশে চলমান অভিযানের মধ্যে ইসলামি জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদিনের ১১ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস’র সংবাদে বলা হয়, শনিবার বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগে ইসলামী জঙ্গি সংগঠনের ১১ সদস্য নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই