বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করলো কবি নজরুল বিশ্ববিদ্যালয়

মোঃ ওয়াহিদুল ইসলামঃ ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ০৫-৬-২০১৬ তারিখ রবিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে একটি র্যাালি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক পদক্ষিণ করে। মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যা লিতে নেতৃত্ব দেন। এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: রকিবুল হাসান সমন্বয়ক হিসেবে কাজ করেন। র্যা লি শেষে পরিবেশ বিষয়ে বক্তব্য রাখেন মাননীয় ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, গ্রন্থাগারিক মো: ফজলুল কাদের চৌধুরী এবং উপ-রেজিস্ট্রার ড. মো: হুমায়ুন কবীর। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই