বিশ্বে সন্ত্রাসী হামলা ১৩ ভাগ কমেছে

২০১৫ সালে বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা ১৩ ভাগ কমেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

২০১৪ সালে ইরাক, পাকিস্তান এবং নাইজেরিয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়। তবে সে বছরের চেয়ে ২০১৫ সালে হামলার সংখ্যা কমেছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে।

এছাড়া ভারত এবং আফগানিস্তান সীমান্তেও গত বছর বহু হামলার ঘটনা ঘটেছে। গত ছয় মাসে ইরাক, ইয়েমেন, সিরিয়া এবং আফগানিস্তান ছাড়াও আরো ১১টি দেশে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের এক রিপোর্ট অনুযায়ী, গত বছর ১১ হাজার ৭শ ৭৪টি সন্ত্রাসী হামলায় ২৮ হাজার ৩শ` জন নিহত এবং আরো ৩৫ হাজার ৩শ জন আহত হয়েছে।

তবে বাংলাদেশ, আফগানিস্তান, মিশর, ফিলিপাইন, সিরিয়া, তুরস্কসহ বেশ কিছু দেশে সন্ত্রাসী হামলা এবং এসব হামলার কারণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।



মন্তব্য চালু নেই