বিশ্বে প্রথম চাইনারা আবিস্কার করল মুখ সনাক্তকরন এটিএম বুথ

এটিএম বুথ থেকে টাকা চুরি হওয়ার হার কমাতে, বিশ্বে এই প্রথম চাইনারা আবিস্কার করল মুখ সনাক্তকরন এটিএম বুথ ।পূর্ব চীন এর চেচিয়াং প্রদেশের Tsinghua বিশ্ববিদ্যালয় এবং Tzekwan প্রযুক্তি যৌথ ভাবে এই আবিষ্কারটি করেন ।

এটি ব্যাংক এবং কাস্টমারের টাকার নিরাপত্তা নিশ্চিত করবে । শুধু মাত্র কার্ডধারীরাই টাকা তুলতে পারবেন । যদি কোন কারনে গ্রাহকের এটিএম কার্ডটি হারিয়ে যায় বা পাসওয়ার্ডটি অন্য কেউ জেনে যায় , ভয় পাবার কোন কারন নেই , যতক্ষণ না এটিএম বুথ গ্রাহকের মুখ সনাক্ত করতে পারছে অন্য কেউ টাকা তূলতে পারবে না ।

মুখ সনাক্ত করন ছাড়াও এতে আরও চমক থাকছে বলে চিনের পত্রিকা পিপলস ডেইলিকে জানিয়েছেন তারা । ইতিমধ্যে প্রযুক্তিটি অনুমোদন পেয়েছে খুব শীগ্রহই এটি বাজারে আসছে ।

তথ্য সুত্র : পিপলস ডেইলি , চীন



মন্তব্য চালু নেই