বিশ্বে এই প্রথম গুরুতর এক রোগের চিকিৎসায় ওষুধ তৈরি করল ইরান

অ্যালজেইমার রোগ চিকিৎসার বিশ্বের প্রথম ভেষজ ওষুধ প্রদর্শন করেছে ইরান। এ ওষুধ প্রয়োগে স্মৃতিবিনষ্টকারী মস্তিষ্ক রোগের উপসর্গগুলোর উপশম ঘটে এবং রোগের বিস্তার রোধ করা সম্ভব হয়।

ইরানের জ্বিহাদ বিশ্ববিদ্যালয়ে ইরানের ভেষজ ওষুধ ইন্সটিটিউটের একটি অনুষ্ঠানের মাধ্যমে মেলিট্রোপিক নামের ওষুধের উদ্বোধন করা হয়।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী হাসান কাজিজাদেহ হাশেমি, জ্বিহাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান সাইয়্যেদ হামিদ রেজা তাইয়্যেবসহ অনেক গবেষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মস্তিষ্ক রোগ চিকিৎসায় ইরানের ঐতিহাসিক ব্যাপক দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের আধুনিক জ্ঞানকে কাজে লাগিয়ে এ ভেষজ ওষুধ উদ্ভাবন করা হয়েছে।

জ্বিহাদ বিশ্ববিদ্যালয়ের ভেষজ ওষুধ ইন্সটিটিউটের প্রধান ড. শামসআলি রেজাজাদেহ জানান, পরীক্ষামূলক ভাবে ৪২ রোগীর ওপর এ ওষুধ প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। ওষুধ প্রয়োগের পর তাদের রোগের উপসর্গ দূর হয়েছে। বিশ্ব বাজারে এটি বিপণের লক্ষ্য কিছু পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। সূত্র : ওয়েবসাইট



মন্তব্য চালু নেই