বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ১০০জন খেলোয়াড়দের মধ্যে অন্যতম ধোনি

দিলীপ মজুমদার (কলকাতা): ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি হলেন ফর্বসের তালিকায় স্থান পাওয়া ১০০জন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের মধ্যে একমাত্র ভারতীয়। এই তালিকায় রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার, আছেন গল্ফার টাইগার উডস এবং টেনিস তারকা রজার ফেডেরার ও রাফায়ল নাদাল।

ফর্বসের এই বাছাই করা ১০০জনের তালিকায় ধোনি রয়েছেন ২২নম্বর স্থানে। তাঁর বছরে আয়ের পরিমাণ হচ্ছে তিরিশ মিলিয়ন ডলার, আর বিজ্ঞাপন থেকে তাঁর আয় হয় ২৬ মিলিয়ন ডলার।এছাড়াও ফর্বস ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে, ধোনি হলেন ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক, কারণ তাঁর অধিনায়কত্বেই ভারত তিন তিনবার আইসিসি ট্রফি জিতেছে। এছাড়াও স্পার্টান স্পোর্টস, অ্যামিতি বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন ধোনি। মার্কিন ডলার অনুযায়ী এই বিজ্ঞাপনী সংস্থার থেকে ধোনির আয় প্রায় ৪ মিলিয়ন ডলার। তবে ফর্বসের তালিকায় শীর্ষে রয়েছেন মেওয়েদার।



মন্তব্য চালু নেই