বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় নবম স্থানে মোদি

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোর্বসে সাম্প্রতিক তালিকায় ভারতের প্রধানমন্ত্রীকে নবম স্থানে রাখা হয়েছে।

এই নিয়ে টানা চতুর্থবার শীর্ষে রয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নয়া নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় স্থানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। গতবছর দ্বিতীয় স্থানে ছিলেন মর্কেল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জায়গা হয়েছে ৪৮তম স্থানে।

ফোর্বস কর্তারা জানিয়েছেন, নরেন্দ্র মোদি নেতা হিসেবে গত কয়েক বছরে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা ১.৩ বিলিয়ন বা ১৩০ কোটি। গত কয়েক মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গ্লোবাল ক্লাইমেট সামিটেও তাঁর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেছে ভারতকে। এরসঙ্গে যোগ হয়েছে গতমাসে কালোটাকা উদ্ধারে নোট বাতিলের সিদ্ধান্ত। সবমিলিয়ে একধাক্কায় মোদিকে ফোর্বসের তালিকায় অনেকটা উপরে এনে দিয়েছে এইসব কর্মকা-।

এদিকে, ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বস-এর তালিকাটা দেখে এবারেও হতাশ অ্যামেরিকার মানুষ। এবারও তালিকায় শীর্ষে দেখা গেল না মার্কিন প্রেসিডেন্টকে। গত তিনবারের মতো এবারও আন্তর্জাতিক রাজনীতিতে ওবামাসহ সব বিশ্বনেতাকে ম্লান করার সুবাদে শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মোদি ছাড়াও ফোর্বসের তালিকায় রয়েছে ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি। তালিকায় ৩৮ তম স্থানে রয়েছেন তিনি। সূত্র : এনাডু ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই