বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর এটি

গত এক দশকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্টের শিরোপা পেতে চলেছে দুবাই ইন্টারন্যাশানল এয়ারপোর্ট৷ শুনলে অবাক হবেন এটি পেছনে ফেলে দিয়েছে বেজিংয়ের আটলান্টা এয়ারপোর্টকেও৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছরে ৮৩ মিলিয়ন যাত্রী পরিবহন করেছেন এই এয়ারপোর্ট দিয়ে৷ গত বছর যা ছিল ৭৮ মিলিয়ন৷ আশা করা হচ্ছে আগামী বছর তা বেড়ে দাঁড়াতে পারে ৯০ মিলিয়নে৷

দুবাই এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ অফিসার পল গ্রিফিত জানিয়েছেন, যাত্রী বৃদ্ধির পরিমাণের যা হিসেব দেওয়া হয়েছে প্রত্যক্ষে তা আরও বেশি৷ তিনি জানিয়েছেন, গত অগস্ট মাসে একটি এমিরেটস বিমান ভেঙে পরার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ ছিল দুবাই এয়ারপোর্ট তাও কোনও রকমের প্রভাব পরেনি তাদের বার্ষিক যাত্রী সংখ্যাতে৷-কলকাতা২৪



মন্তব্য চালু নেই