বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পান্ডার জন্মদিন পালন!

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পান্ডার জন্মদিন পালন করা হচ্ছে হংকংয়ে। জিয়া জিয়া নামের ওই পান্ডার বয়স ৩৭ বছর।

ধারণা করা হয় যে বন্দি অবস্থায় থাকা এটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পান্ডা। হংকংয়ের অ্যামিউজমেন্ট পার্ক ওশান পার্কে জিয়া জিয়ার জন্মদিন পালন করা হচ্ছে।

এই ওশান পার্কেই ১৯৯৯ সাল থেকে বাস করছে পান্ডা জিয়া জিয়া। একটি পান্ডা সাধারণত বিশ বছর বাঁচে আর বন্দি অবস্থায় রাখা হলে খুব বেশি হলে বাঁচে পঁচিশ বছর।

কিন্তু এই পান্ডাটির বয়স ৩৭ হবার কারণে একে সবচেয়ে বেশি বয়সী পান্ডা হিসেবেই এখন পরিচিত। হংকংয় থেকে বিবিসি’র সংবাদদাতা জানাচ্ছে, জিয়া জিয়া তার সুন্দর শান্ত স্বভাব, বন্ধুত্বসুলভ আচরণের জন্য খুবই জনপ্রিয়।

পাশাপাশি এই পান্ডাটির মধ্যে মাতৃসুলভ আচরণও প্রবলভাবে লক্ষ্য করা যায়, পান্ডা জিয়া জিয়ার ছয়টি বাচ্চা রয়েছে। কিন্তু সম্প্রতি পান্ডা জিয়া জিয়া তার বেষ্টনীর মধ্যে থাকতে ও খেতেই বেশি পছন্দ করছে বলে জানা যাচ্ছে।
সূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই