বিশ্বের ধনী দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বের ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার বিশ্বের ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী, ধনী দেশের তালিকায় শীর্ষ ২০য়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

হারুন গ্লোবাল রিচ লিস্ট ২০১৭ অনুযায়ী, গত বছর আরব আমিরাতে ১৬ জন ধনকুবের ছিলেন। এবার তা বেড়ে হয়েছে ২১। জিসিসিভুক্ত আর কোনো দেশ শীর্ষ ২০য়ে জায়গা করতে পারেনি।

এই প্রথম একজন ধনকুবের পেয়ে বাংলাদেশ ৬৮টি ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে। অপরদিকে, ১১ জন ভারতীয় ধনকুবের এ বছর তাদের অবস্থান হারিয়েছেন।

গত বছর ১১ জন ধনকুবের নিয়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছিল ভারত। কিন্তু এ বছর সেই অবস্থান থেকে ছিটকে ৪র্থ স্থানে রয়েছে দেশটি।

তালিকায় থাকা শীর্ষ তিন ধনকুবেরই যুক্তরাষ্ট্রের। মাইক্রোসফটের প্রধান বিল গেটস এ বছরও বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন।



মন্তব্য চালু নেই