বিশ্বের উচ্চতম শিব মূর্তি তৈরি উন্মোচন করবেন মোদী, কেন ১১২ ফুটের শিব?

শুধু শিব নন, আদিযোগী শিব। ১১২ ফুটের এই শিবমূর্তির উন্মোচন ২৪ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে। উদ্যোক্তা বিশ্বখ্যাত ধর্মীয় সংগঠন ঈশা ফাউন্ডেশন। সংগঠনের মূল কেন্দ্র তামিলনাড়ুর কুয়েম্বাত্তুরে। সেখানেই প্রথম মূর্তিটি স্থাপিত হচ্ছে। এর পরে সংস্থার লক্ষ্য, দেশের বিভিন্ন প্রান্তে এমন বিশালকায় আদিযোগীর মূর্তি স্থাপন করা হবে।

আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শিবরাত্রি। সেদিনই দেশের শুধু নয় বিশ্বের সব থেকে উঁচু শিবমূর্তির উন্মোচন হবে। প্রদীপ জ্বালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ঈশা ফাউন্ডেশনের পক্ষে জানানো হয়েছে, গোটা পৃথিবীজুড়ে থাকা তাদের বিভিন্ন শাখা ওই দিনে ‘মহাযোগ যজ্ঞ’ করবে। কমপক্ষে ১০ লাখ মানুষ তাতে যোগ দেবেন এবং সেখানে একটি শপথ নেবেন। তাঁদের শপথ হবে, আগামী এক পছরে কমপক্ষে ১০০ জনকে তাঁরা যোগশিক্ষা দেবেন।

কিন্তু ১১২ ফুটের শিব কেন? এর উত্তরে ওই সংস্থার দাবি, এটা শিব সাধনার স্বাধীনতার প্রতীক। যোগের মাধ্যমে ১১২টি পথে পরমাত্মার সাধনা করা যায়। এটাই এই মূর্তির বক্তব্য। যোগ সাধনা যে একটি বিজ্ঞান, সেটাই প্রচার করা লক্ষ্য ঈশা ফাউন্ডেশনের।



মন্তব্য চালু নেই