বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে মেধা ও শিক্ষার বিকল্প নেই

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচী গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশন করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে মেধা ও শিক্ষার বিকল্প নেই।

৫ সেপ্টেম্বর শনিবার উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এর অর্থায়নে ৩৭ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যায়ে নব নির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালাতেয়ারা বিনতে মনছুর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, ইমদাদ সরকার, এ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম,ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এর ম্যানেজার প্রশান্ত বাস্কে, প্রজেক্ট অফিসার রতন দাস ও নিকোলার্স ডালি ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

উদ্বোধনশেষে নব নির্মিত ভবন পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।



মন্তব্য চালু নেই