বিশ্বরেকর্ড ছুঁলেন রজার্স

গতকালও সেঞ্চুরিটা করতে পারলেন না ক্রিস রজার্স। মাত্র ৫ রানের আক্ষেপে পুড়লেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে গতকাল ৯৫ রান করে আউট হয়েছেন তিনি। অবশ্য তিন অঙ্ক ছুঁতে না পারলেও অনন্য এক বিশ্বরেকর্ড ছুঁয়েছেন রজার্স। টেস্টে টানা সাতটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার কীর্তি গড়েছেন এই অসি ব্যাটসম্যান।

রজার্সের আগে আরো চারজন এই কীর্তি গড়েছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তবে পাঁচজনের মধ্যে ওপেনার ব্যাটসম্যান হিসেবে একমাত্র রজার্সই এই কীর্তি গড়লেন। এমনকি রজার্স একমাত্র ব্যাটসম্যান, যিনি টানা সাতটি পঞ্চাশোর্ধ ইনিংসের একটিকেও সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি! দুবার ৯৫ রানে থেমেছে তার ইনিংস।

গত ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্টে টানা ছয়টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন রজার্স। আর গতকাল অ্যাশেজে টানা সপ্তম পঞ্চাশোর্ধ ইনিংসটি খেললেন তিনি। ইংল্যান্ডের পেসার মার্ক উডের বলে আউট হন রজার্স। ১৩৩ বলে ১১ চার ও এক ছক্কায় ৯৫ রানের ইনিংসটি সাজান এই অসি ওপেনার।

টেস্টে টানা সাতটি পঞ্চাশোর্ধ ইনিংস

স্যার এভারটন উইকস – ১৪১, ১২৮, ১৯৪, ১৬২, ১০১, ৯০ ও ৫৬।
অ্যান্ডি ফ্লাওয়ার – ৬৫, ১৮৩*, ৭০, ৫৫, ২৩২*, ৭৯ ও ৭৩।
শিবনারায়ণ চন্দরপল – ৬৯, ৭৪, ৫০, ১১৬*,১৩৬*, ৭০, ১০৪।
কুমার সাঙ্গাকারা – ৭৫, ৩১৯, ১০৫, ১৪৭, ৬১, ৭৯ ও ৫৫।
ক্রিস রজার্স – ৫৫, ৫৫, ৫৭, ৬৯, ৯৫, ৫৬ ও ৯৫



মন্তব্য চালু নেই