‘বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরাইল’

সাম্যবাদ ও বিশ্বায়নের যুগে আমেরিকার মদদে বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণহত্যা চালাচ্ছে ইসরাইল বলে মন্তব্য করেছে উইমেন্স ফর গুড গভর্নেন্স ও সম্মিলিত নারী সমাজ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতিসংঘের প্রতি বাংলাদেশ নাগরিকদের আহ্বান’ শীর্ষক আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরাইল নিরাপত্তার কথা বলে যেভাবে নারী ও শিশুকে হত্যা করছে তা সম্পূর্ণ মানবতাবিরোধী। অথচ আমেরিকা এই মানবতাবিরোধীদের নিরাপত্তা রক্ষায় শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে।

বক্তারা আরো বলেন, ইসরাইল যদি চায় যেকোনো সময় গাজা থেকে রকেট নিক্ষেপ বন্ধ হতে পারে। গাজাবাসীদের ন্যায্য ও সুষ্ঠুভাবে বেঁচে থাকার ন্যূনতম দাবি মেনে নিলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় বক্তারা বাংলাদেশ নাগরিগদের পক্ষ থেকে জাতিসংঘকে ইসরাইলের প্রতি চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী সমাজের আহব্বায় ফরিদা আক্তার, উইমেন্স ফর গুড গভর্নেন্স পক্ষে রুবি আহমতুল্লাহ, শিমু দাস, ফিরোজা বেগম, তাহিরা খাতুন জলি প্রমুখ।



মন্তব্য চালু নেই